শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পানির অভাবে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ

নাটোর প্রতিনিধি

দাম ভালো থাকায় নাটোরের কৃষক এ বছর পাট চাষে ঝোঁকেন। বাম্পার উৎপাদনও হয়। কিন্তু বাদ সাধে পাট জাগ দেওয়ার পানি। তাই দেওয়া হচ্ছে পুকুর ভাড়া। যেসব কৃষকের জাগ দেওয়ার মতো নিজের জায়গা নেই তাদের পাট জাগ দিতে পুকুর ভাড়া দিচ্ছেন অনেকে। বিঘাপ্রতি তাদের দিতে হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাট চাষ করেন কৃষক; যা গত বছরের প্রায় দ্বিগুণ। পাট চাষিরা জানান, উপজেলার চাষিরা জাগ দেওয়ার পানির অভাবে পাট কাটতে পারছেন না। যারা কাটছেন তাদের নিজেদের পুকুর-ডোবায় জাগ দিচ্ছেন। আবার অনেকে পুকুর ভাড়া করেও জাগ দিচ্ছেন। ফলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেবনগর গ্রামের বজলু মিয়া জানান, পাট কাটা-উপযোগী হওয়ার পরও জাগ দেওয়ার পানির অভাবে কাটতে পারছিলেন না। পরে স্থানীয় একটি পুকুর ভাড়া করে তিনি পাট জাগ দিয়েছেন।

সর্বশেষ খবর