বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

ঘণ্টায় ১২৫ মেগাওয়াট

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

দীর্ঘদিন পর উৎপাদন বৃদ্ধি পেয়েছে রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে। বর্তমানে সচল রয়েছে চারটি ইউনিট। এসব ইউনিটে প্রতি ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট। রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের এসব তথ্য জনান। তিনি বলেন, গতকাল কাপ্তাই হ্রদে পানি রয়েছে ৮৮.৫৩ ফুট মীন সি লেভেল (এমএসএল)। তবে এ সময় হ্রদে পানি থাকার কথা ৯১.৮৮ ফুট মিন সি লেভেল (এম এস এল)। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর চেয়েও বেশি পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদানে কোনো প্রকার সমস্যা হবে না। কারণ কাপ্তাই হ্রদে ১০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল) ধারণ করার ক্ষমতা রয়েছে। আর রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে সচল আছে চারটি। কারণ একটি ইউনিট যান্ত্রিক সমস্যার কারণে অচল রয়েছে। অচল ইউনিটটির সংস্কার কাজ চলছে। খুব দ্রুত সেটি চালু করা হবে। পাঁচটি ইউনিটে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে। বিদ্যুৎ আরও বেশি উৎপাদন করা সম্ভব হবে।  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি রাঙামাটিতে। তাই বৃদ্ধি পায়নি কাপ্তাই হ্রদের পানি। আর দীর্ঘ দিন হ্রদে পানি কম থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে পড়ে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি কেন্দ্রে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয় চারটি। শুধু একটি ইউনিটে উৎপাদন করা হতো মাত্র ২০ মেগাওয়াট বিদ্যুৎ। যা জাতীয় গ্রিডের চাহিদার তুলনায় অনেক কম ছিল। বর্তমানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে পানি বিদ্যুৎ কেন্দ্রে।

সর্বশেষ খবর