মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সাপে কাটার চিকিৎসক উপজেলা চেয়ারম্যান

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী মানবসেবী হিসেবে সুপরিচিত। একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষানুরাগী হিসেবেও জেলায় তার খ্যাতি রয়েছে। বর্ষা মৌসুমে বড়াইগ্রামসহ আশপাশের উপজেলায় সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের দংশনে মৃত্যুও এ অঞ্চলে কম নয়। সাপে কাটা রোগীদের হাসপাতালমুখী করতে অনুপ্রেরণা জুগিয়েছেন ডা. সিদ্দিক। উপজেলার বনপাড়ায় পাটোয়ারী জেনারেল হাসপাতালে গত তিন বছরে ৩১ জন সাপে কাটা রোগী চিকিৎসা নেন। ডা. সিদ্দিকের নেতৃত্বে হাসপাতালের বিশেষ চিকিৎসা ও পরিচর্যা টিম নিবিড় সেবা দিয়ে ৩০ জনকে সুস্থ করে তুলেছেন।

 সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘সাপে কাটা রোগীদের যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। এতে মৃত্যুঝুঁকি অনেকটাই কমবে।’

সর্বশেষ খবর