রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কৃষিজমিতে শিল্পকারখানা স্থাপনের প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গতকাল মানববন্ধন, বিক্ষোভ ও থানা ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে ২০১৬ সালের ৬ নভেম্বর সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতবাড়িতে আগুন ও গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে। এখন আবার চক্রান্ত করে সাহেবগঞ্জ বাগদা ফার্মনামীয় সাঁওতালদের পৈতৃক সম্পত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের দখলে থাকা এই ৩-৪ ফসলি জমিতে অর্থনৈতিক অঞ্চল করতে দেওয়া হবে না জানিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। পরে তাদের ওপর বিভিন্ন সময় হামলাকারীদের গ্রেফতার দাবিতে প্রায় ৩০ মিনিট গোবিন্দগঞ্জ থানা ফটকে অবস্থান নেন। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

সর্বশেষ খবর