একটি সেতুর জন্য হাহাকার থামছে না হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের খলিলপুর এলাবাসীর। দীর্ঘ ৬০ বছরেও চলাচলের উপযোগী একটি সেতু কিংবা বাঁশের সাঁকো নির্মাণ হয়নি খলিলপুর-যাত্রাপুর এলাকার ইছামতি নদীর ওপর। খলিলপুর এলাকার লোকজন জানান প্রায় ৬০ বছর ধরে উত্তর পাড়ের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচুরা সেতু দিয়ে এই ছোট্ট নদীটি পাড় হয়। স্থানীয় আয়শা বেগম বলেন, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যায় এই ভাঙা সেতু পার হয়ে। যতক্ষণ স্কুল থেকে ফিরে না আসে ততক্ষণ রাস্তার দিকে চেয়ে থাকি। আমার বাবার বাড়ি কালিয়াকৈর। বিয়ের সময় এক বাঁশের সাঁকো ছিল। পড়ে যাওয়ার ভয়ে আমার বাবা আমারে দেখতে আসত না। স্থানীয় আজাদ বেপারী ও বাদল মোল্লা বলেন, এক সময় এই ইছামতি নদীতে অনেক পানি ও স্রোত থাকত। তখন এখানে খেয়া পারাপার ছিল। পরে নদীর উজানে বাঁধ দেওয়ায় এখানে এক বাঁশের সাঁকো দেওয়া হয়। এরপর প্রায় ১০ বছর আগে সিমেন্টের খুঁটির ওপর কাঠের পাটাতন দেওয়া হয়েছে। দুই বছর যেতে না যেতেই তা ভেঙে পড়েছে। এরপর বাঁশের জোড়াতালি দিয়ে চলছে। এ এলাকার বাসিন্দা ও বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী পশ্চিম খলিলপুর গ্রামের সোমাইয়া ছিদ্দিকা ও লাবণী আক্তার বলেন তারা ভয়ে ভয়ে ভাঙা সেতু পাড় হয়ে স্কুলে পড়েছেন। এখনো ভয় নিয়েই কলেজে যাতায়াত করছেন। সারা জীবন কি ভয় নিয়েই চলতে হবে। নদীর উত্তর পাড়ের নিজাম উদ্দিন জানান নদীর দক্ষিণ পারেই যাত্রাপুর হাইস্কুল, মাঠ, বাজার, বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শিরোনাম
- বিগ ব্যাশে খেলবেন বাবর-রিজওয়ানরা, দেখা যাবে কি বিপিএলে
- গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ যুক্তরাষ্ট্রের
- পাংশায় র্যাব পরিচয়ে পিকআপ ডাকাতি: গ্রেফতার ২
- গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফের মৃত্যু
- বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই টেকসই উন্নয়নের চাবিকাঠি : শিক্ষা উপদেষ্টা
- যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন
- গাজায় আহত-অসুস্থদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরায়েল
- ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক
- সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
- শরীয়তপুরে নাজমা হত্যা মামলার আসামি শহিদুল গ্রেফতার
- গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিনকে নিয়োগ যুক্তরাষ্ট্রের
- নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’ শুরু
- উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল
- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
- টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস
- আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে, ঘোষণা পাকিস্তানের
- গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
- ধর্ষণের অভিযোগ করে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা, চার পৃষ্ঠার চিঠি
- গাজা পুনর্গঠনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে তুরস্ক: এরদোয়ান
- আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে: মাদুরো
একটি সেতুর জন্য হাহাকার
মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর