শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্যস্ত ঢাকঢোলের কারিগররা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ব্যস্ত ঢাকঢোলের কারিগররা

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের কাউনিয়া উপজেলার বাদ্যযন্ত্র কারিগররা। করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেলেও এই উৎসব সামনে রেখে প্রাণচাঞ্চল্য ফিরেছে ঢোল, ঢাক, হারমোনিয়াম কারিগরদের মাঝে। সরেজমিন দেখা যায়, কাউনিয়া বাসস্ট্যান্ডের কাছে বাদ্যযন্ত্র তৈরির দোকানে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা। কাঠের খুটখাট শব্দে মুখর দোকানগুলো। ঢাক-ঢোলের জন্য খোল তৈরি, রং করা, চামড়া লাগানো এবং মেরামত করছেন বেশির ভাগ কারিগর। শিবু তাল তরঙ্গের মালিক সুভাষ চন্দ্র দাস বলেন, হিন্দুশাস্ত্রে বাদ্যযন্ত্র ব্যবহারের উল্লেখ রয়েছে। আগের দিনের মতো ঢাক-ঢোলের তেমন চাহিদা এখন নেই। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে ঢাক-ঢোল, খোল ও তবলা। পূজা এলে এগুলোর চাহিদা কিছুটা বাড়ে। তবে করোনার কারণে দাম পাচ্ছি না। তিনি বলেন, যে কাজের জন্য আগে ১০-১৫ হাজার টাকায় অর্ডার নিতাম। তাতে এবার ৩-৭ হাজার টাকার বেশি পাচ্ছি না। আরেক কারিগর দিনেশ চন্দ্র বলেন, বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির কারণে ঢাক-ঢোলের বাজনা কমে যাচ্ছে। কাঠ, চামড়াসহ ঢাক-ঢোল তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন এ কাজে খুব একটা লাভ হয় না। আমরা হারমোনিয়াম, কাটি, ঢোল, আক্রাই, খোল, তবলা, ডুগি, ড্রাম সেট, খুনজরি, খনম, একতারাসহ অনেক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করি।

সর্বশেষ খবর