শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

জমি নিয়ে বিরোধে যুবক খুন

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশরাফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। ওই দিন-দুপুরে হামলার শিকার হয়েছিলেন আশরাফুল। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ শাহীনের সঙ্গে আশরাফুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। অনেকবার সালিস করেও মীমাংসা হয়নি। এর জেরে বুধবার দুপুরে আশরাফুল ইসলাম ও তার ভাই এরশাদুলের সঙ্গে শাহিনের

গ্রুপের মারামারি হয়। এতে আশরাফুলসহ দুই পক্ষের ছয়জন আহত হন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

-ময়মনসিংহ প্রতিনিধি

 

পোকা নিধনে আলোকফাঁদ

খেতের ফসল রক্ষায় পোকামাকড় নিধনে পরিবেশবান্ধব প্রযুক্তি ‘আলোকফাঁদে’র ব্যবহার বেড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। জমি পোকামুক্ত করতে কীটনাশকের বিকল্প এ পদ্ধতি কৃষকের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে মাঠে পোকার উপস্থিতি যাচাই ও নিয়ন্ত্রণ করছেন তারা। স্বল্প খরচের এ কৌশল ব্যবহারে একদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক, অন্যদিকে ক্ষতিকর কীটনাশক থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বিশ্বনাথের ২৪টি ব্লকের প্রতিটিতে ১০টি করে ‘আলোকফাঁদ’ বসানো হয়েছে। সপ্তায় এক দিন এর মাধ্যমে পোকা দমন করছেন কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায় বলেন, ‘ধানের জমিতে ক্ষতিকারক পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে আলোক ফাঁদের বিকল্প নেই। এর মাধ্যমে জমিতে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে তা শনাক্ত করে ক্ষতিকর পোকা নিধনে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে।’    

-বিশ্বনাথ প্রতিনিধি

 

৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গতকাল এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে

অভিযান পরিচালিত হয়। এদিকে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা বেলদী বাজারের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা। নদী দখলমুক্ত রাখতে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

-রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর