বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

২৫ বছর সংযোগ সড়কবিহীন মানিকগঞ্জের তিন সেতু

মানিকগঞ্জ প্রতিনিধি

২৫ বছর সংযোগ সড়কবিহীন মানিকগঞ্জের তিন সেতু

দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকায় নির্মিত সেতু -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার সংযোগ সড়কবিহীন তিনটি সেতু স্থানীয়দের কোনো কাজেই লাগছে না। প্রায় ২৫ বছর আগে এই তিনটি সেতু নির্মাণ করা হয়। আজও তৈরি হয়নি সেতুতে ওঠার রাস্তা।

স্থানীয়রা জানান, সেতু তিনটি বর্ষা কিংবা শুষ্ক কোনো মৌসুমেই ব্যবহার করা যাচ্ছে না। এলাকায় বেশি প্রয়োজন হলো রাস্তার। রাস্তা না করে কেন সেতু নির্মাণ করা হয়েছে বুঝতে পারছি না। তারা আরও বলেন, বর্ষা মৌসুমে মনে হয় পুরো এলাকাই নদী। তখন থই থই পানির মাঝখানে শুধু সেতু তিনটি দেখা যায়। আর শুষ্ক মৌসুমে লোকজন ব্রিজের নিচ দিয়ে অথবা পাশ দিয়ে চলাচল করেন। এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিতভাবে সেতুগুলো নির্মাণ করায় কোনো কাজে আসছে না। সেতু তিনটি এত উঁচু করে বানানো হয়েছে যে আমরা শত শত বালুর বস্তা ফেলেও সেতুতে উঠতে পারছি না। স্থানীয় সমাজসেবক আবদুল কাদের বলেন, এভাবে সেতু নির্মাণ এলাকার লোকজনের সঙ্গে তামাশা ছাড়া কিছু না। রাস্তার অভাবে মানুষ নৌকা ছাড়া ঘর থেকে বেড় হতে পারেন না। তার প্রশ্ন, রাস্তা না করে চকের মধ্যে ব্রিজ বানানো হয়েছে কার স্বার্থে? দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাস রাজা বলেন, ধামশ্বর এলাকায় রাস্তা না করে তিনটি সেতু করা হয়েছে। সড়ক ছাড়া সেতু কোনো কাজেই আসছে না। আমি দায়িত্ব নেওয়ার পর কাকনা থেকে ধামশ্বর পর্যন্ত রাস্তার কাজ করেছি। তারপরও সেতু তিনটি ব্যবহারের উপযোগী হয়নি। চেষ্টা করছি বাকি দুটি রাস্তা নির্মাণ করে সেতুগুলো ব্যবহার উপযোগী করার। মানিকগঞ্জ স্থানীর সরকার অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক জানান, দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকায় দীর্ঘদিন আগে রাস্তা বিহীন তিনটি সেতু করা হয়েছিল। রাস্তা ছাড়া সেতু তিনটি কোনো কাজেই আসেনি। ধামশ্বর এলাকার তিনটি রাস্তার কাজ করার প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে খুব দ্রুত এ রাস্তার কাজ শুরু করা হবে।  

সর্বশেষ খবর