শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হত্যা মামলায় যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এনজিও কর্মী শিউলী আক্তারকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় জড়িত রিপন মোল্যা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত রিপন মোল্যার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে। তার পিতার নাম কুরবান মোল্যা। গত বৃহস্পতিবার  ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারক প্রদীপ কুমার এ রায় দেন।

রায়ে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অপর ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন, সাইদ মাতুব্বর, ফজর খাঁ, বক্কার মোল্যা, রফিক মোল্যা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্যা। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ জুলাই এসডিসি নামক এনজিও কর্মী শিউলী আক্তার বোয়ালমারী অফিস থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত রিপন মোল্যা ও তার সহযোগীরা অপহরণ করে একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিউলী আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বারেক মোল্যা বাদী হয়ে  বোয়ালমারী থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা করে। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর