সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লালন শাহর মাজারের পিলারে ফাটল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহর মূল মাজারে ফাটল  দেখা দিয়েছে। ১৯৬৩ সালে কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয় বাউল সম্রাট লালন শাহর মূল মাজার। দীর্ঘ ৫৮ বছর পর মূল মাজারের পিলারসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মূল মাজারের উত্তর ও পূর্বপাশের অংশের পিলারে এ ফাটল দেখা গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলেস্তারা খসে খসে পড়ছে। কোথাও  কোথাও পলেস্তারা খসে পড়ে লোহার রড দেখা যাচ্ছে। ফাটল দেখা দেওয়ায় যে কোনো সময় বড়  কোনো দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় ও লালন ভক্ত বাউলরা বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। লালন ভক্তরা জানান, প্রায় দুই বছর করোনা পরিস্থিতির কারণে লালন সাঁইয়ের আখড়া বাড়িতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে মাজারে সর্বসাধারণের প্রবেশও নিষেধাজ্ঞা আরোপ ছিল। যে কারণে এতদিন মূল মাজারের ফাটল ও পলেস্তারা খসে পড়ার চিত্র সামনে আসেনি। আবার মূল মাজারের সংস্কার কাজও দীর্ঘদিন ধরে হয়নি। মাজারের খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ জানান, গতকাল ফাটলের বিষয়টি নজরে আসে।

 সম্প্রতি বিষয়টি লালন একাডেমি কর্তৃপক্ষসহ সবার নজরে আসে। আমরা কোনো দুর্ঘটনা ঘটার আগেই লালনভক্ত ও অনুসারীদের পক্ষ থেকে অতি দ্রুত মূল মাজারের সংস্কারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, সম্প্রতি ফাটলের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, দিল্লির আজমীর শরিফের আদলে লালনের ১৯৬৩ সালে জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় লালনের মূল মাজার নির্মাণ করা হয়।

সর্বশেষ খবর