রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ককটেল উদ্ধার করে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গোকুল ইউনিয়নে সেই ককটেলগুলো উদ্ধার করে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নে উদ্ধারকৃত জায়গা থেকে ১০০ গজ পেছনে একটি আলুর  খেতে সেগুলো বিস্ফোরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো শক্তিশালী ককটেল ছিল। সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক আবুল বাসারের নেতৃত্বে আসা এই দলটি ৮টি ককটেল দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে। পরিদর্শক আবুল বাসার জানান, ব্যাগের ভিতরে শক্তিশালী ৮টি বিস্ফোরক ছিল। এগুলো উদ্ধার করে পাশের মাঠে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছি। এর আগে গত ১৮ নভেম্বর সৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া সদর থানার পুলিশ গোকুল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার একটি বাড়ির পেছনে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলোর সন্ধান পায়। তখন থেকে সদর থানা পুলিশের দল স্থানটি ঘিরে রেখেছিল। সদর থানার ওসি সেলিম রেজা বলেন, লাল রঙের ৮টি ককটেল  বোম প্রচণ্ড শক্তিশালী ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এগুলো সামনের ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহৃত হতো। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি কারা এই কাজটি করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর