বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফরিদপুরে যানজট নিরসনে পুলিশের উচ্ছেদ অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরকে যানজটমুক্ত রাখতে ফুটপাথে অবৈধভাবে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ ও রাস্তার দুই ধারে পার্কিং করা গাড়ি আটক করছে ফরিদপুর জেলা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ এলাকা আলীপুর মোড়, থানা রোড, নীলটুলী, চকবাজারসহ বিভিন্ন এলাকার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গত দুই দিন ধরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় ফুটপাথ দখলে রাখা ব্যক্তিদের সতর্ক করার পাশাপশি রাস্তার ধারে পার্কিং করা গাড়ি ও মালামাল জব্দ করা হচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে মামলা। গত দুই দিনে যানজট নিরসন অভিযানে ৪০টি মোটরসাইকেল আটক করা হয় এবং হেলমেট ব্যবহার না করায় মামলা দেওয়া হয়।

অপরাধে মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ ছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। যানজট নিরসনে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী। শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

সর্বশেষ খবর