আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফলে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি ইউনিয়ন বাদে সবকটি ইউনিয়নেই আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী থাকায় কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১২ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ১১ জন, জামায়াত-বিএনপি সমর্থিত ২৩ জন এবং অন্যান্য দলের চারজন প্রার্থী রয়েছেন। জানা গেছে, বিনোদপুর ইউনিয়নে সাতজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী খাইরুল ইসলাম ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ রুহুল আমিন শীর্ষে রয়েছেন। অন্যদিকে জামায়াতের ঘাঁটি শ্যামপুরে নৌকার প্রার্থী আসাদুজ্জামান এবং জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। ধাইনগর ইউনিয়নের নৌকার প্রার্থী তাবারিয়া চৌধুরী প্রচারণায় অনেকটাই পিছিয়ে থাকায় সেখানে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুল ইসলাম ও জামায়াত নেতা মাওলানা আ. লতিফের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে শোনা যাচ্ছে। গত ইউপি নির্বাচনে শাহাবাজপুর, চককীর্তি ও মোবারকপুরে জামায়াত ও বিএনপিদলীয় প্রার্থী বিজয়ী হয়ে সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে জনগণকে বঞ্চিত রাখায় এবারের নির্বাচনে নৌকার প্রার্থী নিজামুল হক রানা, চককীর্তিতে আনোয়ার হাসান আনু মিঞা ও মোবারকপুরের কামাল উদ্দিন প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। এদিকে পাকা ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী উঠতি বয়সী একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় নৌকার প্রার্থী আতাউর রহমান কোণঠাসা হয়ে পড়েছেন। অন্যদিকে বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত দাইপুখুরিয়া ইউনিয়নে শক্তিশালী বিএনপি সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী থাকায় এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কোনো প্রার্থী না থাকায় এবং দলীয় নেতা-কর্মীরা ঐকমত্যের ভিত্তিতে কাজ করায় তাদের পথে কোনো কাঁটা নেই বলে অনেকের দাবি। উজিরপুর ইউনিয়নে চারজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী দুরুল হোদাকে ঠেকাতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ অন্যান্য প্রার্থীদের নিয়ে মরিয়া হয়ে উঠেছে। দুর্লভপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, জামায়াত সমর্থিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগকে বেগ পেতে হতে পারে বলে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বিদ্রোহীদের কাছে কোণঠাসা আওয়ামী লীগের প্রার্থীরা
ইউপি নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর