আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফলে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি ইউনিয়ন বাদে সবকটি ইউনিয়নেই আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী থাকায় কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১২ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ১১ জন, জামায়াত-বিএনপি সমর্থিত ২৩ জন এবং অন্যান্য দলের চারজন প্রার্থী রয়েছেন। জানা গেছে, বিনোদপুর ইউনিয়নে সাতজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী খাইরুল ইসলাম ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ রুহুল আমিন শীর্ষে রয়েছেন। অন্যদিকে জামায়াতের ঘাঁটি শ্যামপুরে নৌকার প্রার্থী আসাদুজ্জামান এবং জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। ধাইনগর ইউনিয়নের নৌকার প্রার্থী তাবারিয়া চৌধুরী প্রচারণায় অনেকটাই পিছিয়ে থাকায় সেখানে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুল ইসলাম ও জামায়াত নেতা মাওলানা আ. লতিফের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে শোনা যাচ্ছে। গত ইউপি নির্বাচনে শাহাবাজপুর, চককীর্তি ও মোবারকপুরে জামায়াত ও বিএনপিদলীয় প্রার্থী বিজয়ী হয়ে সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে জনগণকে বঞ্চিত রাখায় এবারের নির্বাচনে নৌকার প্রার্থী নিজামুল হক রানা, চককীর্তিতে আনোয়ার হাসান আনু মিঞা ও মোবারকপুরের কামাল উদ্দিন প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। এদিকে পাকা ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী উঠতি বয়সী একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় নৌকার প্রার্থী আতাউর রহমান কোণঠাসা হয়ে পড়েছেন। অন্যদিকে বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত দাইপুখুরিয়া ইউনিয়নে শক্তিশালী বিএনপি সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী থাকায় এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কোনো প্রার্থী না থাকায় এবং দলীয় নেতা-কর্মীরা ঐকমত্যের ভিত্তিতে কাজ করায় তাদের পথে কোনো কাঁটা নেই বলে অনেকের দাবি। উজিরপুর ইউনিয়নে চারজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী দুরুল হোদাকে ঠেকাতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ অন্যান্য প্রার্থীদের নিয়ে মরিয়া হয়ে উঠেছে। দুর্লভপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, জামায়াত সমর্থিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগকে বেগ পেতে হতে পারে বলে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
বিদ্রোহীদের কাছে কোণঠাসা আওয়ামী লীগের প্রার্থীরা
ইউপি নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর