আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফলে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি ইউনিয়ন বাদে সবকটি ইউনিয়নেই আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী থাকায় কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১২ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ১১ জন, জামায়াত-বিএনপি সমর্থিত ২৩ জন এবং অন্যান্য দলের চারজন প্রার্থী রয়েছেন। জানা গেছে, বিনোদপুর ইউনিয়নে সাতজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী খাইরুল ইসলাম ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ রুহুল আমিন শীর্ষে রয়েছেন। অন্যদিকে জামায়াতের ঘাঁটি শ্যামপুরে নৌকার প্রার্থী আসাদুজ্জামান এবং জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। ধাইনগর ইউনিয়নের নৌকার প্রার্থী তাবারিয়া চৌধুরী প্রচারণায় অনেকটাই পিছিয়ে থাকায় সেখানে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুল ইসলাম ও জামায়াত নেতা মাওলানা আ. লতিফের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে শোনা যাচ্ছে। গত ইউপি নির্বাচনে শাহাবাজপুর, চককীর্তি ও মোবারকপুরে জামায়াত ও বিএনপিদলীয় প্রার্থী বিজয়ী হয়ে সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে জনগণকে বঞ্চিত রাখায় এবারের নির্বাচনে নৌকার প্রার্থী নিজামুল হক রানা, চককীর্তিতে আনোয়ার হাসান আনু মিঞা ও মোবারকপুরের কামাল উদ্দিন প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। এদিকে পাকা ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী উঠতি বয়সী একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় নৌকার প্রার্থী আতাউর রহমান কোণঠাসা হয়ে পড়েছেন। অন্যদিকে বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত দাইপুখুরিয়া ইউনিয়নে শক্তিশালী বিএনপি সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী থাকায় এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কোনো প্রার্থী না থাকায় এবং দলীয় নেতা-কর্মীরা ঐকমত্যের ভিত্তিতে কাজ করায় তাদের পথে কোনো কাঁটা নেই বলে অনেকের দাবি। উজিরপুর ইউনিয়নে চারজন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী দুরুল হোদাকে ঠেকাতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ অন্যান্য প্রার্থীদের নিয়ে মরিয়া হয়ে উঠেছে। দুর্লভপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, জামায়াত সমর্থিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগকে বেগ পেতে হতে পারে বলে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন।
শিরোনাম
- ১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান
- ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
- টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
বিদ্রোহীদের কাছে কোণঠাসা আওয়ামী লীগের প্রার্থীরা
ইউপি নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর