পটুয়াখালীর রাঙ্গাবালীতে চলতি মৌসুমে আমন ধানের বা¤পার ফলন হয়েছে। নতুন ধানের মৌ-মৌ গন্ধে যেন মুখরিত রাঙ্গাবালী উপজেলার ৬ ইউনিয়ন। কেউ ধান কাটা, ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ প্রস্তুতি নিচ্ছেন। ফলন ভালো হওয়ায় চাষিদের পরিবারে বইছে আনন্দের জোয়ার। ইতোমধ্যে বেশকিছু এলাকায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। নভেম্বরের মধ্যেই ধান কাটা শেষ হবে। তবে সময়মতো রোদ-বৃষ্টি থাকায় চরমোন্তাজ, বড়বাইশদিয়া, মৌডুবি ও চালিতাবুনিয়ায় অনেক অনাবাদি জমিতে আবাদ হওয়ায় ধানের বা¤পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার রাঙ্গাবালী উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ৩২০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩১ হাজার ২৩০ হেক্টর জমিতে। তবে ধান উৎপাদন বিগত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। ধান উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে বলে দাবী কৃষি বিভাগের। চলতি আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধান (অ্যারাইজ-৭০০৬) দিয়ে কাটা শুরু হয়েছে। আমন ধানের বা¤পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। শ্রমিক সংকট থাকায় হতাশায় রয়েছেন কৃষকরা। তবে ধানের ন্যায্যমূল্য পাবে বলে আশা কৃষকদের। এদিকে কৃষি বিভাগ বলছে যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে শ্রমিক সংকট কমবে। খরচ কমার পাশাপাশি কম সময়ে বেশি ধান কাটা সম্ভব হবে। বাহেরচর গ্রামের চাষি শহিদুল সিকদার বলেন, এই বছর সবচেয়ে বেশি ধান হয়েছে। আবার অতিরিক্ত ঝড় বৃষ্টি না হওয়ার কারণে ধান মটিতে শুয়ে পড়েনি। এখন বাজারে ভালো দাম পাইলেই হয়। একই গ্রামের মুকুল বয়াতি বলেন, এবছর জমিতে সময়মত ঠিকভাবে সার ঔষধ দিতে পারিনি। তার পরেও ধানের ফলন বিগত দিনের রেকর্ড ভঙ্গ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিগত বছরের তুলনায় এ বছর অনেক গুন ভালো ফলন হয়েছে। চলতি আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধান (অ্যারাইজ-৭০০৬) চাষে কৃষকদের উৎসাহিত করছি। এধান চাষে অধিক ফলন হয় । সাধারণ ধানের তুলনায় ১৫-২০ দিন পূর্বে কাটা যায়। কর্তনকৃত জমিতে তরমুজ, বাদাম, শরিষা, ভুট্টা ও সূর্যমুখী আবাদে সুবিধা হবে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
রাঙ্গাবালীতে আমন ফলনে কৃষকের মুখে হাসি
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর