সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চার দশকেও পূর্ণাঙ্গ চালু হয়নি বিটিভির আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চার দশকেও পূর্ণাঙ্গ চালু হয়নি বিটিভির আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র

বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি)  রংপুরের সম্প্রচার কেন্দ্রটি ১৯৭৮ সালে স্থাপিত হয়। এই কেন্দ্র থেকে বর্তমানে ঢাকার অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হয়। অথচ এই কেন্দ্রটি যখন প্রতিষ্ঠা করা হয় তখন কথা ছিল এখান থেকে সরাসরি অনুষ্ঠান করে প্রচার করা হবে। গত ৪৩ বছরে বেশ কয়েকটি সরকারের পরিবর্তন হয়েছে। ক্ষমতায় থাকাকালীন সময়ে সংশ্লিষ্টরা কথা দেন খুব দ্রুত রংপুরে বিটিভি’র আঞ্চলিক কেন্দ্রটি পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কবে পূর্ণাঙ্গ আঞ্চলিক  কেন্দ্রে রূপ নিবে তা কেউ বলতে পারছে না। এই সম্প্রচার কেন্দ্রটি স্থাপিত হওয়ার পরে এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল পূর্ণাঙ্গ একটি টেলিভিশন কেন্দ্রের। বিটিভির এই কেন্দ্রটি পূর্র্ণাঙ্গ রূপে চালু না হওয়ায় এই অঞ্চলের সংস্কৃতি বিকাশের মারাত্মক অন্তরায় ঘটছে। পাশাপাশি সংস্কৃতিপ্রেমিদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক পৌর মেয়র কাজী মোহাম্মদ জুননুন বলেন, এই কেন্দ্রটি পূর্ণাঙ্গ চালুর জন্য আমরা সংশ্লিষ্ট দফতরে বহুবার অনুরোধ করেছি। আমাদের শুধু সান্ত্বনা ছাড়া কিছুই দেওয়া হয়নি। তিনি বিটিভি’র এই আঞ্চলিক কেন্দ্রটি পূর্র্ণাঙ্গ রূপে চালুর দাবি জানিয়ে বলেন রংপুরের সংস্কৃতি কর্মীরা এটি চালুর জন্য আন্দোলন করলেও ওপর মহলের কেউ বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। ফলে এই অঞ্চলের মানুষের টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান করার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, বিটিভি’র এই কেন্দ্রটি পূর্র্ণাঙ্গভাবে চালু হলে এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি ও জীবনমানের চিত্র দেশবাসী দেখতে পারত। কিন্তু কোনো সরকারই বিষয়টি আমলে নেয়নি বলে তিনি দুঃখপ্রকাশ করেন।   জানা গেছে, রংপুর নগরীর পশ্চিম দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পৌনে ১২ একর জমির ওপর ১৯৭৮ সালে এই টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয়। এখানে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী পদ থাকলেও বর্তমানে এখানে কর্মরত রয়েছেন মাত্র ২৩ জন।

অনুষ্ঠান করার মতো বেশ কয়টি অবকাঠামোও রয়েছে। তার পরেও এই কেন্দ্রটির দিকে কেউ নজর দিচ্ছেন না। রংপুর কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী হুমাায়ুন কবির বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

সর্বশেষ খবর