নানা সংকটে জর্জরিত নবগঠিত বিশ্বনাথ পৌরসভা। পৌরসভায় উন্নীত হওয়ার দুই বছর পার হলেও হচ্ছে না নির্বাচন। প্রশাসক দিয়েই খুঁড়িয়ে চলছে কার্যক্রম। ওয়ার্ড বিভক্তি চূড়ান্তকরণের পর তা গেজেট আকারে প্রকাশে বিলম্ব ও ভোটার তালিকা প্রণয়ন না হওয়ায় নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।
বেহাল সড়ক, অপর্যাপ্ত ড্রেন, ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকা, সরকারি ভূমি-নদীপাড়-খাল ও পৌরশহরের ফুটপাথ দখল, সড়কে গাড়িস্ট্যান্ড, যত্রতত্র পার্কিং, বিশুদ্ধ পানির সংকটসহ সমস্যার অন্ত নেই পৌরবাসীর। এসব সমস্যা-সংকট নিরসন ও পৌরসভার কাক্সিক্ষত উন্নয়নের জন্য দ্রুত নির্বাচনের দাবি তাদের। বিশ্বনাথ পৌরসভার নাগরিক সুন্দর আলী রুহুল বলেন, ‘পৌরসভায় উন্নীত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও সব সড়কই ভাঙাচোরা।
এর মধ্যে বিশ্বনাথ-হাবড়া, বিশ্বনাথ-জানাইয়া গেট-মুফতিরগাঁও স্কুল সড়ক ও বিশ্বনাথ পৌরশহর-খাজাঞ্চি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।’ বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু বলেন, ‘পৌর শহরে নেই পর্যাপ্ত ড্রেন। বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ময়লা ফেলারও নির্দিষ্ট জায়গা নেই। বেশির ভাগ ফুটপাথ বেদখলে। এসব সমস্যা নিরসন ও পৌরসভার কাক্সিক্ষত উন্নয়নের জন্য দ্রুত নির্বাচন জরুরি।’
এ বিষয়ে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘গেজেট পুনর্বিন্যাসের কাজ চলছে। এরপর ভোটার তালিকা প্রণয়ন হলেই নির্বাচন হবে।’
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        