কর্মীদের মূল্যায়ন না করলে নেতৃত্ব থেকে ছিটকে পড়তে হবে : মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারাই নেতৃত্বে আসবেন তাদের দায়িত্ব দলের কর্মীদের মূল্যায়ন করা এবং দলকে সুসংগঠিত করে রাখা। আর সেটা সঠিকভাবে করতে না পারলে নেতৃত্বের বিকাশ ঘটানো সম্ভব নয়। আর যারা কর্মীদের মূল্যায়ন করবে না, দলের জন্য কাজ না করে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তারা একটা সময় দলের নেতৃত্ব থেকে ছিটকে পড়বেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমানভাবে মূল্যায়ন করেন। শুক্রবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খালেকুজ্জামান জুবেরী। -জামালপুর প্রতিনিধি
ফুটপাথ রাস্তা দখল করে বাজার
কালিয়াকৈরে ফুটপাথ ও রাস্তা দখল করে বসছে বাজার। এতে যান চলাচলে বিঘ্নসহ দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। সরেজমিনে জানা যায়, কালিয়াকৈর বাজার এলাকায় রাস্তার ওপর এবং ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। গত ১৬ ডিসেম্বরের আগে উপজেলা প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান চালালেও ২-৩ দিনের মাথায় আবার বসে দোকান ও বাজার। এই বাজার থেকে প্রকাশ্যে একটি চক্র চাঁদা আদায় করছে। সড়কে ও ফুটপাথ দখলের কারণে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈরের ইউএনও তাজওয়ার আকরাম বলেন, যারা এসব বসাচ্ছে তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নারায়ণগঞ্জ বিএনপির পাঁচ থানা ও পাঁচ পৌরসভা কমিটি গঠন
নারায়ণগঞ্জের পাঁচ থানা ও পাঁচ পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বৃহস্পতিবার রাতে এ কমিটির অনুমোদন দেন।
এগুলো হলো- রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এবং সোনারগাঁ, কাঞ্চন, তারাব, গোপালদী ও আড়াইহাজার পৌরসভা। ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন জানান, কেন্দ্রের নির্দেশে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাটি কাটায় ব্যবসায়ীর ৫ লাখ টাকা দণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাখালী ব্রিজের পাশে রেললাইন ঘেঁষে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। এ সময় ৪ জনকে আটক করে ২ মাস করে কারাদন্ড দেওয়া হয়। কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি