শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঐতিহ্যবাহী লাঠিখেলা

নওগাঁ প্রতিনিধি

ঐতিহ্যবাহী লাঠিখেলা

আবহমানকাল ধরে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিনোদনের খোরাক জুগিয়েছে লাঠিখেলা। ঢোল আর লাঠির তালে তালে নাচানাচি, অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের চেষ্টয় টানটান উত্তেজনার খেলার নাম লাঠিখেলা। এই খেলার জন্য লাঠি সাড়ে ৪ থেকে ৫ ফুট লম্বা হয়। প্রতিটি লাঠিই হয় তৈলাক্ত। প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করেন। লাঠিখেলার আসরে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, কর্নেট, ঝুনঝুনি ও বিভিন্ন প্রকার বাঁশি ব্যবহার হয়। এ ছাড়া সংগীতের পাশাপাশি এ খেলার সঙ্গে চুড়ি নৃত্য দেখানো হয়। এলাকার প্রবীণরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আজ বিলুপ্তপ্রায়। এ অঞ্চলে বিভিন্ন ধরনের লাঠিখেলা রয়েছে। গ্রামের সাধারণ মানুষ তাদের উৎসব- বাংলা বর্ষবরণ, বিবাহ, চড়ক পূজা, মহররম, অন্নপ্রাশন ইত্যাদি উপলক্ষে লাঠিখেলার আয়োজন করত। এক্ষেত্রে সাধারণত কোনো লাঠিয়াল দলকে ভাড়া করে আনা হয়। বিগত দশকেও গ্রামাঞ্চলে লাঠিখেলা কম হলেও কিছু জায়গায় আনন্দের খোরাক জুগিয়েছে। সাধারণ মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে এ খেলা। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসত খেলা দেখার জন্য। এ খেলা দিন দিন বিলুপ্ত হওয়ায় খেলোয়াড়ও কমে যাচ্ছে।

তৈরি হচ্ছে না নতুন খেলোয়াড়। জনপ্রতিনিধি, প্রবীণ ব্যক্তি ও সচেতন মহল ঐতিহ্যবাহী এ খেলা বাঁচিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর