শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র

রাঙ্গাবালীতে একাদশে ভর্তিচ্ছুদের ভোগান্তি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টাকা ছাড়া মিলছে না এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র।  একটি প্রশংসা পত্রের জন্য একজন শিক্ষার্থীকে গুনতে হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। টাকা না দিলে দিনের পর দিন ঘুরেও মিলে না প্রশংসাপত্র। অনেক শিক্ষার্থী টাকার অভাবে প্রশংসাপত্র নিতে না পেরে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, দুই হাজার ২১ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন ভর্তি হবেন একাদশ শ্রেণিতে। নতুন প্রতিষ্ঠানে ভর্তির জন্য সাবেক প্রতিষ্ঠানের প্রশংসাপত্র দরকার। এই সুযোগে বাণিজ্য শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। টাকা ছাড়া দিচ্ছেন না প্রশংসা পত্র। একটি প্রশংসাপত্র পেতে কমপক্ষে ৫০০ টাকা দিতে হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে ১ হাজার টাকা করেও নেওয়া হচ্ছে। অসহায় শিক্ষার্থীরা টাকা দিতে না পারায় তাদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। দিনের পর দিন ঘুরেও প্রশংসাপত্র পাচ্ছেন না অনেকেই। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থী নাইম, পলাশ ও জিসান জানান, ‘তিন চার দিন ধরে প্রশংসাপত্র নেওয়ার জন্য স্কুলের বারান্দায় ঘুরছি। আমাদের প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। যারা টাকা দিতে পারছে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাদের জানিয়ে দিয়েছেন টাকা ছাড়া স্কুলের ধারে কাছে না আসতে। তারা বলেছেন বিনা টাকায় প্রশংসাপত্র হয় না। এদিকে আমাদের একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।

সর্বশেষ খবর