বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুই আধুনিক শিক্ষার রূপরেখা অঙ্কন করেন : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণাবড়িয়া) প্রতিনিধি

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুই আধুনিক শিক্ষাব্যবস্থার রূপরেখা অঙ্কন করে গেছেন। এ দেশের শিক্ষার সম্পূর্ণ অবদানই বাংলাদেশ আওয়ামী লীগের। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫ হাজার প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে সরকারিকরণের মাধ্যমে বাঙালি জাতির শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন। দ্বিতীয়বার ২০০৮ সালে দুই শতাধিক উপজেলায় যেখানে একটি করে উচ্চবিদ্যালয় ও কলেজ সরকারি নেই সেসব উপজেলায় সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ সরকারিকরণের ব্যবস্থা করে সব শ্রেণির নাগরিককে শিক্ষার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নামে বাঞ্ছারামপুরে কলেজ প্রতিষ্ঠার জন্য কেনা জমি পরিদর্শন করতে গিয়ে আলোচনা সভায় গতকাল তিনি এ কথা বলেন। পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ শমসাদ বেগম, সহকারী কমিশনার ভূমি সুভাশীষ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম শহীদুল হক বাবুল, এইচ কে আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, মাহমুদুল হাসান ভূইয়া  প্রমুখ।

সর্বশেষ খবর