শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভৈরব নদ খনন শুরু

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ভৈরব নদ পুনঃখনন (২য় পর্যায়) উদ্বোধন করা হয়েছে। মুজিবনগর উপজেলা যতারপুর গ্রামে গতকাল খনন কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন পাউবো মহাপরিচালক ফজলুল রশিদ, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আবদুল হেকিম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী কখনো দেখতে চান না নদী ভাঙনের কষ্টে কারও কান্না আসুক। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে এসেছেন। এখন স্বপ্ন দেখছি ২০৩১ সালের মধ্যে আমরা উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হব। ২০৪০ সালের মধ্যে সমৃদ্ধিশালী দেশে পৌঁছাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর