সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

হিলিতে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। যার ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের ভিতরে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আজ সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর