বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

ঘণ্টার পর ঘণ্টা রোদে শিশু শিক্ষার্থীরা, খবর নেই আয়োজকদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। শিক্ষা ও সাংস্কৃতি এবং ক্রীড়া এই দুটি বিভাগে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলা থেকে যাচাই-বাছাই শেষে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য চূড়ান্ত হয় ৩৭০ শিক্ষার্থী। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে যথা সময়ে প্রতিযোগিতা শুরু হলেও ক্রীড়া বিভাগে অংশ নেওয়া প্রতিযোগীরা পড়েছে ভোগান্তিতে। গতকাল সকাল ১০টায় প্রতিযোগিতা শুরুর কথা থাকলেও বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট কাউকে মাঠে দেখা যায়নি। দীর্ঘ সময় তীব্র রোদে অপেক্ষা করে অনেক শিশু বাড়ি ফিরে গেছে। সকাল ১০টার অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর ২টায়। নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে গিয়ে দেখা যায় এই চিত্র।  নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা নাজিম উদ্দিন ভুইয়া জানান, তিনি এই বিষয়ে অবগত নন। শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান বলেন, তিনি মিটিংয়ে আছেন।

সর্বশেষ খবর