মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

দুই বছর নিখোঁজ গৃহবধূ গুমের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

দুই বছর নিখোঁজ গৃহবধূ গুমের অভিযোগ

কুমিল্লায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খানের স্ত্রী হাসনা হেনা রহমান দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন। ওই গৃহবধূর মা ও ভাই আনিছুর রহমানসহ পরিবারের দাবি- পরকীয়া প্রেমের কারণে স্বামীসহ তার পরিবারের সদস্যরা হাসনা হেনাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। সোমবার নগরীর মনোহরপুর এলাকার বাসায় সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। হাসনা হেনার স্বামী জাহিদ হাসান খান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি গ্রামের আবদুল জলিল খানের ছেলে। তারা নগরীর পুলিশ লাইন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন। জাহিদ হাসান খান বর্তমানে নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদে কর্মরত। সংবাদ সম্মেলনে হাসনা হেনা রহমানের মা মমতাজ বেগম ও তার ভাই আনিছুর রহমান জানান, ২০১২ সালে হাসনার সঙ্গে জাহিদ হাসানের বিয়ে হয়। তাদের ৭ বছর বয়সের ছেলে সন্তান রয়েছে। ২০২০ সালের ২৯ জুলাই সন্ধ্যায় হাসনা হেনা তার স্বামীর কুমিল্লা নগরীর বাসা থেকে নিখোঁজ হয়েছেন বলে তার স্বামী কুমিল্লা কোতোয়ালি থানায় জিডি করেন।  হাসনা হেনার স্বামী জাহিদ হাসান খান বলেন,  আমার বিরুদ্ধে শাশুড়ির করা মামলা আদালত খারিজ করে দিয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

তারা তার চরিত্র হরণ করছেন বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, জাহিদ হাসান খানের মামলা ও ভিকটিম উদ্ধারের বিষয়ে প্রায় এক বছর ধরে আমরা তদন্ত করছি। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো সময় আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বশেষ খবর