শিরোনাম
মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

রায়পুর প্রতিনিধি

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

১৯ বছর পর আজ (মঙ্গলবার) সকাল ১০টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতা-কর্মী ও কাউন্সিলররা। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো উপজেলায় বিরাজ করছে সাজ সাজ রব। আজ রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কাউন্সিল, কর্মী-সমর্থকদের মাঝে হিসাবনিকাশ বেশি চলছে। চায়ের দোকান, দলীয় কার্যালয় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চাইছেন। এদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন ১০টি ইউনিয়ন ও পৌরসভায় কাউন্সিলরদের মাঝে প্রার্থীদের পরিচয়ের কাজটিও সমাপ্ত করেছেন। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সম্মেলন সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান মুন্সি জানান, ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি থাকার কথা রয়েছে। সম্মেলন উপলক্ষে রায়পুর উপজেলা ও সদর উপজেলার সীমান্তবর্তী রবিদাসের পুল থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার বর্ডার বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের দুই পাশে শত শত ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। সূত্রে জানা যায়, ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর হয়নি কোনো সম্মেলন। ২০১৩ সালে চারবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় কোন্দলের কারণে শেষ পর্যন্ত সম্মেলন করা যায়নি। সর্বশেষ ২০০১ সালের সেপ্টেম্বর মাসে জেলা আওয়ামী লীগের সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় ওঠে আসে।  সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান মুন্সি বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে নেতা-কর্মীদের। সম্মেলনকে ঘিরে একটি নতুন আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা চাঙা রয়েছেন।

সর্বশেষ খবর