কয়েকদিনের ব্যবধানে তিস্তার পানি আবারও বাড়তে শুরু কেেরছে। পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে গত ১০ বছরে তিস্তার করাল গ্রাসে সাড়ে তিন লাখের বেশি পরিবার গৃহহীন হয়ে অমানবিক জীবনযাপন করছেন। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৮৩ সেন্টিমিটার। অপরদিকে কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ২৭ দশমিক ৪ সেন্টিমিটার। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিবছরই উজানের ঢল এবং ভারি বৃষ্টিপাতের ফলে একাধিকবার তিস্তায় বন্যা দেখা দেয়। এতে ফসলের ক্ষতির পাশাপাশি অনেকের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী নিয়ে যারা গবেষণা করেন তাদের দেওয়া তথ্যে জানা গেছে, রংপুর বিভগের পাঁচ জেলার ১২টি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। দেশের দরিদ্র চারটি জেলার অবস্থান রংপুর বিভাগে। এগুলো হচ্ছে- রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা। আর দরিদ্রতার প্রধান কারণ হচ্ছে নদীভাঙন। নদীভাঙনে জমি-বসতভিটা হারিয়ে প্রতিবছর ৩০ থেকে ৩৫ হাজার হাজার মানুষ নিরাশ্রয় হয়ে পড়ছেন। গত ১০ বছরে সাড়ে তিন লাখের বেশি পরিবার নিরাশ্রয় হয়েছে। তাদের কেউ কেউ চরে, কেউ বাঁধে আবার কেউ শহরে গিয়ে দিনমজুরি করে কোনোরকমে বেঁচে রয়েছেন। বিজ্ঞানসম্মতভাবে বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করে নদীর পরিচর্যা করলে এমন অবস্থা থেকে উত্তরণ ঘটবে এমনটা মনে করছেন তিস্তা নদী নিয়ে যারা আন্দোলন করছেন তারা। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লা আল হাদি জানান, গত বছরের বন্যায় তার ইউনিয়নে প্রায় আড়াই শ পরিবার নদীভাঙনের শিকার হয়ে জমি-বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, তার ইউনিয়নের শহিদুলের প্রায় এক একর জমিসহ বসতভিটা, আজিজুলের বসতভিটাসহ ৫০ শতক জমি গত বছর নদীগর্ভে চলে গেছে। বর্তমানে তারা বাঁধে আশ্রয় নিয়েছেন।
শিরোনাম
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
পানি বাড়ছে তিস্তায়, বন্যার আশঙ্কা
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর