বাগেরহাটের রামপাল-বেলাই ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি। ফলে উপজেলা সদর থেকে বেলাই ব্রিজ হয়ে মোংলা বন্দরগামী মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সমাধান হয়নি। রামপাল উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বেলাই ব্রিজ থেকে রামপাল সদরের ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৫ দশমিক ১০০ কিলোমিটার সড়কটি নির্মাণে ২০১৮ সালের ৩ মে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ব্যয় ধরা হয় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ১৮৪ টাকা। জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে কাছ শেষ না করে ঠিকাদার সময় বৃদ্ধির আবেদন করেন এলজিইডির কাছে। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। বর্ধিত সময়েও নির্মাণ সম্পন্ন করতে পারেননি। নির্মাণ কাজ শেষ করতে রামপাল উপজেলা এলজিইডি তিনবার নোটিস পাঠালেও ঠিকাদার তাতে সাড়া দেননি। গত চার বছরে সড়কটির মাত্র ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে রামপাল থেকে মোংলা বন্দরের দূরত্ব ১০ কিলোমিটার কমে যেত। এতে মোংলা ইপিজেডগামী হাজার হাজার শ্রমিকসহ এলাকাবাসীর উপকার হতো। বারবার আবেদন করেও সড়কটি নির্মাণ শেষ না হওয়া দুঃখজনক। রামপাল উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলজার হোসেন বলেন, রামপাল-বেলাই ব্রিজ সড়কের নির্মাণ কাজে ঠিকাদার চরম গাফিলতি করেছেন। আমরা তিনবার নোটিস পাঠিয়েও তাদের দিয়ে কাজ করাতে ব্যর্থ হয়েছি। তাদের কার্যাদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠিয়েছি।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল