বাগেরহাটের রামপাল-বেলাই ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি। ফলে উপজেলা সদর থেকে বেলাই ব্রিজ হয়ে মোংলা বন্দরগামী মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সমাধান হয়নি। রামপাল উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বেলাই ব্রিজ থেকে রামপাল সদরের ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৫ দশমিক ১০০ কিলোমিটার সড়কটি নির্মাণে ২০১৮ সালের ৩ মে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ব্যয় ধরা হয় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ১৮৪ টাকা। জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে কাছ শেষ না করে ঠিকাদার সময় বৃদ্ধির আবেদন করেন এলজিইডির কাছে। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। বর্ধিত সময়েও নির্মাণ সম্পন্ন করতে পারেননি। নির্মাণ কাজ শেষ করতে রামপাল উপজেলা এলজিইডি তিনবার নোটিস পাঠালেও ঠিকাদার তাতে সাড়া দেননি। গত চার বছরে সড়কটির মাত্র ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে রামপাল থেকে মোংলা বন্দরের দূরত্ব ১০ কিলোমিটার কমে যেত। এতে মোংলা ইপিজেডগামী হাজার হাজার শ্রমিকসহ এলাকাবাসীর উপকার হতো। বারবার আবেদন করেও সড়কটি নির্মাণ শেষ না হওয়া দুঃখজনক। রামপাল উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলজার হোসেন বলেন, রামপাল-বেলাই ব্রিজ সড়কের নির্মাণ কাজে ঠিকাদার চরম গাফিলতি করেছেন। আমরা তিনবার নোটিস পাঠিয়েও তাদের দিয়ে কাজ করাতে ব্যর্থ হয়েছি। তাদের কার্যাদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠিয়েছি।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
৫ কিমি সড়ক নির্মাণ চার বছরেও শেষ হয়নি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর