শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

৫ কিমি সড়ক নির্মাণ চার বছরেও শেষ হয়নি

বাগেরহাট প্রতিনিধি

৫ কিমি সড়ক নির্মাণ চার বছরেও শেষ হয়নি

বাগেরহাটের রামপাল-বেলাই ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি। ফলে উপজেলা সদর থেকে বেলাই ব্রিজ হয়ে মোংলা বন্দরগামী মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সমাধান হয়নি। রামপাল উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বেলাই ব্রিজ থেকে রামপাল সদরের ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৫ দশমিক ১০০ কিলোমিটার সড়কটি নির্মাণে ২০১৮ সালের ৩ মে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ব্যয় ধরা হয় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ১৮৪ টাকা। জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে কাছ শেষ না করে ঠিকাদার সময় বৃদ্ধির আবেদন করেন এলজিইডির কাছে। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। বর্ধিত সময়েও নির্মাণ সম্পন্ন করতে পারেননি। নির্মাণ কাজ শেষ করতে রামপাল উপজেলা এলজিইডি তিনবার নোটিস পাঠালেও ঠিকাদার তাতে সাড়া দেননি।  গত চার বছরে সড়কটির মাত্র ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে রামপাল থেকে মোংলা বন্দরের দূরত্ব ১০ কিলোমিটার কমে যেত। এতে মোংলা ইপিজেডগামী হাজার হাজার শ্রমিকসহ এলাকাবাসীর উপকার হতো। বারবার আবেদন করেও সড়কটি নির্মাণ শেষ না হওয়া দুঃখজনক। রামপাল উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলজার হোসেন বলেন, রামপাল-বেলাই ব্রিজ সড়কের নির্মাণ কাজে ঠিকাদার চরম গাফিলতি করেছেন। আমরা তিনবার নোটিস পাঠিয়েও তাদের দিয়ে কাজ করাতে ব্যর্থ হয়েছি। তাদের কার্যাদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠিয়েছি।

সর্বশেষ খবর