শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

সংস্কারের তিন মাসেই সড়কে ধস

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সংস্কারের তিন মাসেই সড়কে ধস

ফরিদপুর-নগরকান্দা-জয়বাংলা মোড় সড়কের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে সেতু সংলগ্ন সড়কের বেশ কিছু অংশ আবার ধসে গেছে। সংস্কারের তিন মাস যেতে না যেতেই ৬০ মিটারের বেশি জায়গা ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। এ সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন নগরকান্দা উপজেলাসহ আশপাশের এলাকায় চলাচল করছে। ফরিদপুর জেলা শহর থেকে এ সেতু হয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শহর পর্যন্ত বাস চলাচল করে। এ ছাড়া তালমা ও নগরকান্দা দুটি বড় বাণিজ্য কেন্দ্রে পণ্য আনা-নেওয়া করা হয় এ সড়ক দিয়ে। আট মিটার চওড়া ৬০ মিটারের অধিক দৈর্ঘ্যরে এলাকা ধসে যাওয়ায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই এখানে যানজট লাগছে। এলাকাবাসী জানান, ২০২১ সালের জুলাই মাসে সেতু সংলগ্ন সড়কের একটি অংশ দেবে যায়। ওই সময় বেহাল অংশ সংস্কার করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুনরায় ধসে পড়ে। মে মাসে পুনরায় সংস্কার করা হয়। তিন মাস যেতে না যেতেই আবার সড়কটি ধসে পড়েছে। নগরকান্দার লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, শশা গ্রামের সেতু সংলগ্ন সড়কের পাশ সংস্কারের পরও ধসে যাচ্ছে। এতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, শশা সেতুর পাশে খাল খনন ও গত বছর অতিবৃষ্টির কারণে এ সমস্যা হয়েছে।

ওই রাস্তায় যে সংস্কার কাজ করা হয়েছিল, তা ছিল সাময়িক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর