শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
রাস্তায় সন্তান প্রসব

তিন নার্সকে শোকজ তদন্ত কমিটি গঠন

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন খান। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ঘটনার সময় গাইনি ওয়ার্ডের দায়িত্বে থাকা তিনজন নার্সকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সোহরাব উদ্দীন বলেন, ওই সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসককে সিস্টাররা বিষয়টি না জানিয়ে ভুল করেছেন। সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, আমি বিষয়টি বিভাগীয় পরিচালককে জানিয়েছি। উল্লেখ্য, গত মঙ্গলবার বরগুনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসা সেবা না দিয়ে সিস্টাররা প্রসূতি রীমা আক্তারকে ক্লিনিকে নিয়ে যেতে বলেন। দুটি ক্লিনিক ঘুরে সেবা না পেয়ে আরেক ক্লিনিকে যাওয়ার সময় রাস্তায় সন্তান প্রসব করেন রীমা।

সর্বশেষ খবর