জয়পুরহাটে বৃষ্টির দেখা নেই অনেক দিন। বৃষ্টি না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর বড় প্রভাব পড়েছে কৃষকের জমিতে। বৃষ্টি না হওয়ায় তীব্র রোদের প্রভাবে মাঠ শুকিয়ে চৌচির। মনে হবে যেন কোনো ধু ধু চর। মাঠে পানি না থাকায় কৃষকরা আমনের চারা রোপণ করতে পারছেন না। কিছু এলাকায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চাষ শুরু হলেও বেশির ভাগ এলাকার কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টির আশায় প্রহর গুনছেন তারা। সরেজমিনে দেখা গেছে, বিগত বছরগুলোতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আষাঢ়ের মাঝামাঝি থেকেই কৃষকরা আমনের চারা রোপণ করেন। তবে এবার বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে পুরো মাঠ। বৃষ্টি হবে এমন আশায় পিছিয়ে পড়েছে ধানের চাষ। নির্ধারিত সময়ে চাষ শুরু করতে না পারায় চারাগুলো বীজতলাতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। বৃষ্টি না হওয়ায় কয়েকটি এলাকায় আবার শ্যালোমেশিন চালিত গভীর নলকূপ চালু করা হয়েছে। সদর উপজেলার মীরগ্রাম এলাকার আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় মাঠে চাষ করতে পারছি না। এ জন্য চারা রোপণের সময় অনেক পিছিয়ে পড়ছে। বীজতলায় ধানের চারাগুলোও বড় হয়ে গেছে। ঘোনাপাড়া গ্রামের এনামুল হক বলেন, বৃষ্টির আশায় থাকতে থাকতে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই শনিবার থেকে আমাদের এলাকায় ডিপ (গভীর নলকূপ) চালু করা হয়েছে। কালাই উপজেলার হাতিয়র গ্রামের গোলাম রব্বানী বলেন, অনেক দিন থেকে বৃষ্টি না হওয়ায় ধান রোপণ নিয়ে অনেক দুশ্চিতাই ছিলাম। আজ থেকে ডিপ চালু হয়েছে। সেচ দিয়ে চাষ করার পর এখন ধান রোপণ করতে পারব। আক্কেলপুর উপজেলার তিলকপুরের জাকির হোসেন সোহাগ বলেন, বৃষ্টির কারণে জমিতে ধান রোপণ করতে পারছি না। বৃষ্টির আশায় আছি। বৃষ্টি হলেই রোপণ শুরু হবে।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
দাবদাহে পানি নেই মাঠে দুশ্চিন্তায় কৃষক
মো. শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর