জয়পুরহাটে বৃষ্টির দেখা নেই অনেক দিন। বৃষ্টি না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর বড় প্রভাব পড়েছে কৃষকের জমিতে। বৃষ্টি না হওয়ায় তীব্র রোদের প্রভাবে মাঠ শুকিয়ে চৌচির। মনে হবে যেন কোনো ধু ধু চর। মাঠে পানি না থাকায় কৃষকরা আমনের চারা রোপণ করতে পারছেন না। কিছু এলাকায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চাষ শুরু হলেও বেশির ভাগ এলাকার কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টির আশায় প্রহর গুনছেন তারা। সরেজমিনে দেখা গেছে, বিগত বছরগুলোতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আষাঢ়ের মাঝামাঝি থেকেই কৃষকরা আমনের চারা রোপণ করেন। তবে এবার বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে পুরো মাঠ। বৃষ্টি হবে এমন আশায় পিছিয়ে পড়েছে ধানের চাষ। নির্ধারিত সময়ে চাষ শুরু করতে না পারায় চারাগুলো বীজতলাতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। বৃষ্টি না হওয়ায় কয়েকটি এলাকায় আবার শ্যালোমেশিন চালিত গভীর নলকূপ চালু করা হয়েছে। সদর উপজেলার মীরগ্রাম এলাকার আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় মাঠে চাষ করতে পারছি না। এ জন্য চারা রোপণের সময় অনেক পিছিয়ে পড়ছে। বীজতলায় ধানের চারাগুলোও বড় হয়ে গেছে। ঘোনাপাড়া গ্রামের এনামুল হক বলেন, বৃষ্টির আশায় থাকতে থাকতে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই শনিবার থেকে আমাদের এলাকায় ডিপ (গভীর নলকূপ) চালু করা হয়েছে। কালাই উপজেলার হাতিয়র গ্রামের গোলাম রব্বানী বলেন, অনেক দিন থেকে বৃষ্টি না হওয়ায় ধান রোপণ নিয়ে অনেক দুশ্চিতাই ছিলাম। আজ থেকে ডিপ চালু হয়েছে। সেচ দিয়ে চাষ করার পর এখন ধান রোপণ করতে পারব। আক্কেলপুর উপজেলার তিলকপুরের জাকির হোসেন সোহাগ বলেন, বৃষ্টির কারণে জমিতে ধান রোপণ করতে পারছি না। বৃষ্টির আশায় আছি। বৃষ্টি হলেই রোপণ শুরু হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দাবদাহে পানি নেই মাঠে দুশ্চিন্তায় কৃষক
মো. শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর