জয়পুরহাটে বৃষ্টির দেখা নেই অনেক দিন। বৃষ্টি না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর বড় প্রভাব পড়েছে কৃষকের জমিতে। বৃষ্টি না হওয়ায় তীব্র রোদের প্রভাবে মাঠ শুকিয়ে চৌচির। মনে হবে যেন কোনো ধু ধু চর। মাঠে পানি না থাকায় কৃষকরা আমনের চারা রোপণ করতে পারছেন না। কিছু এলাকায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চাষ শুরু হলেও বেশির ভাগ এলাকার কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টির আশায় প্রহর গুনছেন তারা। সরেজমিনে দেখা গেছে, বিগত বছরগুলোতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আষাঢ়ের মাঝামাঝি থেকেই কৃষকরা আমনের চারা রোপণ করেন। তবে এবার বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে পুরো মাঠ। বৃষ্টি হবে এমন আশায় পিছিয়ে পড়েছে ধানের চাষ। নির্ধারিত সময়ে চাষ শুরু করতে না পারায় চারাগুলো বীজতলাতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। বৃষ্টি না হওয়ায় কয়েকটি এলাকায় আবার শ্যালোমেশিন চালিত গভীর নলকূপ চালু করা হয়েছে। সদর উপজেলার মীরগ্রাম এলাকার আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় মাঠে চাষ করতে পারছি না। এ জন্য চারা রোপণের সময় অনেক পিছিয়ে পড়ছে। বীজতলায় ধানের চারাগুলোও বড় হয়ে গেছে। ঘোনাপাড়া গ্রামের এনামুল হক বলেন, বৃষ্টির আশায় থাকতে থাকতে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই শনিবার থেকে আমাদের এলাকায় ডিপ (গভীর নলকূপ) চালু করা হয়েছে। কালাই উপজেলার হাতিয়র গ্রামের গোলাম রব্বানী বলেন, অনেক দিন থেকে বৃষ্টি না হওয়ায় ধান রোপণ নিয়ে অনেক দুশ্চিতাই ছিলাম। আজ থেকে ডিপ চালু হয়েছে। সেচ দিয়ে চাষ করার পর এখন ধান রোপণ করতে পারব। আক্কেলপুর উপজেলার তিলকপুরের জাকির হোসেন সোহাগ বলেন, বৃষ্টির কারণে জমিতে ধান রোপণ করতে পারছি না। বৃষ্টির আশায় আছি। বৃষ্টি হলেই রোপণ শুরু হবে।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
দাবদাহে পানি নেই মাঠে দুশ্চিন্তায় কৃষক
মো. শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর