জয়পুরহাটে বৃষ্টির দেখা নেই অনেক দিন। বৃষ্টি না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর বড় প্রভাব পড়েছে কৃষকের জমিতে। বৃষ্টি না হওয়ায় তীব্র রোদের প্রভাবে মাঠ শুকিয়ে চৌচির। মনে হবে যেন কোনো ধু ধু চর। মাঠে পানি না থাকায় কৃষকরা আমনের চারা রোপণ করতে পারছেন না। কিছু এলাকায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চাষ শুরু হলেও বেশির ভাগ এলাকার কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টির আশায় প্রহর গুনছেন তারা। সরেজমিনে দেখা গেছে, বিগত বছরগুলোতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আষাঢ়ের মাঝামাঝি থেকেই কৃষকরা আমনের চারা রোপণ করেন। তবে এবার বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে পুরো মাঠ। বৃষ্টি হবে এমন আশায় পিছিয়ে পড়েছে ধানের চাষ। নির্ধারিত সময়ে চাষ শুরু করতে না পারায় চারাগুলো বীজতলাতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। বৃষ্টি না হওয়ায় কয়েকটি এলাকায় আবার শ্যালোমেশিন চালিত গভীর নলকূপ চালু করা হয়েছে। সদর উপজেলার মীরগ্রাম এলাকার আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় মাঠে চাষ করতে পারছি না। এ জন্য চারা রোপণের সময় অনেক পিছিয়ে পড়ছে। বীজতলায় ধানের চারাগুলোও বড় হয়ে গেছে। ঘোনাপাড়া গ্রামের এনামুল হক বলেন, বৃষ্টির আশায় থাকতে থাকতে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই শনিবার থেকে আমাদের এলাকায় ডিপ (গভীর নলকূপ) চালু করা হয়েছে। কালাই উপজেলার হাতিয়র গ্রামের গোলাম রব্বানী বলেন, অনেক দিন থেকে বৃষ্টি না হওয়ায় ধান রোপণ নিয়ে অনেক দুশ্চিতাই ছিলাম। আজ থেকে ডিপ চালু হয়েছে। সেচ দিয়ে চাষ করার পর এখন ধান রোপণ করতে পারব। আক্কেলপুর উপজেলার তিলকপুরের জাকির হোসেন সোহাগ বলেন, বৃষ্টির কারণে জমিতে ধান রোপণ করতে পারছি না। বৃষ্টির আশায় আছি। বৃষ্টি হলেই রোপণ শুরু হবে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
দাবদাহে পানি নেই মাঠে দুশ্চিন্তায় কৃষক
মো. শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর