শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপনে!

দিনাজপুর প্রতিনিধি

পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপনে ছিলেন দিনাজপুরের চিরিরবন্দরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুন্নবী ওরফে লাল বাবু (৬০)। আত্মগোপনে থাকার পরেও তাঁর শেষ রক্ষা হলো না। ওয়ারেন্টমূলে তাঁকে আটক করা হয়। 

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে এস আই আবদুল কাদেরসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউপির হাটখোলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুন্নবী ওরফে লালবাবু চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউপির হাটখোলা এলাকার মৃত মমতাজউদ্দিনের ছেলে। তথ্য নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ জানান, সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুন্নবী ওরফে লাল বাবুর বিরুদ্ধে ২০০২ সালের ১৫ আগস্ট মারপিটের মামলা হয়। যার জিআর নম্বর-৩৩৮/২০০২। সেই মামলায় আদালত তাকে সাক্ষী-প্রমাণে পাঁচ বছরের সাজা প্রদান করে। এরপর তিনি ভিন্ন স্থানে আত্মগোপন করেন। তাকে আটক করতে পুলিশ ছদ্মবেশ ধারণ করে তার বাড়ি থেকে আটক করি।

সর্বশেষ খবর