বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

লুণ্ঠিত রডসহ চার ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের নির্মাণকাজের জন্য রাখা তিন টন রড ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত রডসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান। এর আগে ১৫ আগস্ট এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন মসজিদ কমিটির সদস্য মো. আইয়ুব আলী সরদার। মামলা থেকে জানা যায়, ১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনকুণ্ডা পশ্চিমপাড়া বায়তুল আকসা জামে মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত মসজিদের নির্মাণকাজের জন্য রাখা তিন টন রড নৈশপ্রহরীদের হাত পা বেঁধে ধারালো ছোরার ভয় দেখিয়ে লুট করে নিয়ে যায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্য মতে এতে জড়িত কামাল (৪০), হারুন বেপারীকে (৪৫) ধনকুণ্ডা মুসলিম নগর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত তিন টন রড, দুটি ধারালো চাকু, একটি কাটারসহ ডাকাতদের ব্যবহৃত একটি পাঁচ টনি বেড ফোর্ড ট্রাক উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডাকাত কামাল ও হারুন বেপারী স্বীকার করেন, তারাসহ আরও পাঁচজন  এ ঘটনায় জড়িত।

ইতিপূর্বেও ৬ জুন কালুহাজী রোড পাটনদীরপাড়ের জনৈক মো. আলতাফ হোসেনের নির্মাণাধীন দালানের নিচ তলা থেকে আলতাফ হোসেনের পার্টনার মাসুদের হাত পা লুঙ্গি ও গামছা দিয়ে বেঁধে চার টন রড ডাকাতি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরি স্কুলপাড়া সাকিনে রাস্তার পাশে বিক্রয়ের উদ্দেশে রেখে দেয়। পরবর্তীতে গত ৭ আগস্ট ওয়াপদার পুল এনায়েতনগর লাকি বাজারের নিট ফেয়ার লিমিটেড গার্মেন্টের সামনে থেকে নৈশপ্রহরীদের হাত পা রশি দিয়ে বেঁধে ৮ টন রড ডাকাতি করে পূর্বের ন্যায় বিক্রয়ের উদ্দেশ্যে পূর্বের স্থানে রেখে দেয়। পরে সেখান থেকে কিছু রড বিক্রি করে ডাকাত সদস্যরা ভাগবাটোয়ারা করে নেয়। এ ঘটনায় ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি ডাকাতি মামলা হয়। ডাকাতদের সঙ্গে নিয়ে তাদের দেওয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১৬ আগস্ট লুণ্ঠিত ছয় টন রড উদ্ধার করা হয় এবং ডাকাতির রড ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত সাইদুর রহমান মানিক (৩৫) ও রোমাজ্জল হোসেন জামালকে (৩৭) গ্রেফতার করা হয়। ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাসহ গাজীপুর, ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় একই কায়দায় ডাকাতি করে।

 

সর্বশেষ খবর