সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্লাস্টিকের দূষণ কমিয়ে কক্সবাজারকে আধুনিক শহরে পরিণত করা সম্ভব

কক্সবাজার প্রতিনিধি

প্লাস্টিকের দূষণ কমিয়ে কক্সবাজারকে আধুনিক শহরে গড়ে তোলা সম্ভব। তা না হলে বিষাক্ত রাসায়নিকে মানব দেহের মারাত্মক ক্ষতি হতে পারে। এ জন্য প্লাস্টিকের বদলে পাটজাত প্যাকেট উৎপাদনে উৎসাহ প্রদান করতে হবে বলে গুরুত্বারোপ করেছেন পরিবেশবিদরা। গত শনিবার কক্সবাজার শহরে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। কর্মশালায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশের মৌলিক আইন সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে।’

অর্থাৎ বাংলাদেশ সরকারের ম্যান্ডেট হলো বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করা এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা।

সর্বশেষ খবর