শিরোনাম
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘গুজব ও কুতথ্য প্রতিরোধে করণীয়’ বিষয়ক মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি

বিভিন্ন জাতিগোষ্ঠী, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য ‘গুজব ও কুতথ্য প্রতিরোধে যুবসমাজের করণীয়’ শিরোনামে মতবিনিময় সভা গতকাল গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে অবলম্বন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গুজব নামে ভিত্তিহীন প্রচারণা এতই শক্তিশালী, যা যে কোনো সময় যে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। গুজবে এক শ্রেণির মানুষের আগ্রহ অনেক বেশি। ফলে গুজব ছড়ানো অনেক সহজ। স্বার্থাণ্বেষী মহল বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়। গুজবের ফলে সহিংসতা ও হতাহতের ঘটনাও ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজার সময় গুজবভিত্তিক সহিংসতার ঘটনা ঘটেছে। কিছুদিন পর দুর্গা পূজা শুরু হবে, সেখানে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনসহ সামাজিক-রাজনৈতিক সংগঠন, সচেতন ব্যক্তিদের কাজ করার আহবান জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ, গাইবান্ধার আহ্বায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম।

আলোচনা করেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, জনউদ্যোগ যুব কমিটির সদস্য সম্পা দেব, বাসন্তি সরেন, মানিক মার্ডি প্রমুখ।

সর্বশেষ খবর