বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায় : মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিং হয়েছে। আলী আহমেদ চুনকা নগর পাঠাগারে গতকাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার মূল অনুষ্ঠানের আগে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষোভ প্রকাশ করে মেয়র আইভী বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। বারবার কেন আমার অনুষ্ঠানেই এমন হচ্ছে জানি না।

এদিকে গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে বারবার লোডশেডিংয়ে মানুষ ত্যক্তবিরক্ত। এতে নাসিকের বাজেট অনুষ্ঠানেও একই চিত্র। এ সময় পুরো পাঠাগার ১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে থাকে। বাজেট ঘোষণা থামিয়ে অপেক্ষা করেন মেয়রসহ অন্যরা। পরে মেয়র ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

 

সর্বশেষ খবর