শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তারা অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কারবারি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি  লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সকালে গ্রেফতারের এ তথ্য জানায় র‌্যাব। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর  পৌরসভার দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেও গ্রেফতার করা হয়। তারা হলেন, আতা রাব্বী, রাসেল হোসেন ও মিঠুন কর্মকার। গ্রেফতার ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। এভাবে তারা অন্যান্য  পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান  ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার  নেতৃত্বে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ৬ নম্বর দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর