শিরোনাম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফেনীতে বিএনপির ১৪ নেতা-কর্মী গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ আগস্ট ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলাটি হওয়ার পর ওই ১৪ নেতা-কর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।  কারাগারে প্রেরণ করা নেতা-কর্মীরা হলেন- বেলাল, কায়সার এলিন, নিজাম উদ্দিন মাস্টার, জাহিদ হোসেন বাবলু, জাকের হোসেন রিয়াদ, জাহিদুল ইসলাম শিমুল, ইমাম, ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম, ফজলে রাব্বী, ইব্রাহিম পাটোয়ারী ইবু, ফজলুল হক মুন্না, মামুন প্রমুখ।

এদিকে ১৪ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি এবং গ্রেফতারের প্রতিবাদ জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর