শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গোপালগঞ্জে গাছে বাসের ধাক্কা পুলিশ সদস্যসহ নিহত ৪

যশোরে সড়কে প্রাণ গেল তিন কলেজছাত্রের

প্রতিদিন ডেস্ক

গোপালগঞ্জে গাছে বাসের ধাক্কা পুলিশ সদস্যসহ নিহত ৪

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। যশোরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের। এ ছাড়া মাদারীপুর, টাঙ্গাইল ও রাঙামাটিতে সড়কে প্রাণ গেছে আরও চারজনের। গোপালগঞ্জ : জেলা সদরে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় জানা গেছে। তিনি বরিশাল রেঞ্জে কর্মরত। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। স্বজনরা জানান, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মাদারীপুর : রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় গতকাল সন্ধ্যায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তারা হলেন, পলাশ মাতুব্বর (৩০) ও আফরোজা (২৫)। পলাশ রাজৈরের মোল্লাদি বাজিদপুর গ্রামের কালু মাতুব্বরের ছেলে। আফরোজার বিস্তারিত পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী নামক স্থানে বাস, ট্রাক, কভার্ডভ্যান ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি : বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান মোড়ে গতকাল অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। নিহতের নাম ছন্দ্র চাকমা।

সর্বশেষ খবর