শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ

ময়মনসিংহ প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ

পিচঢালাই উঠে গেছে অনেক আগেই। যানবাহনের চাপে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। আর এসব খানাখন্দ বৃষ্টির পানিতে টইটম্বুর। ফলে প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন। ঘটছে দুর্ঘটনা। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী-বেচুয়াখালী বাজার এলাকার চিত্র এটি। এই সড়ক দিয়েই ময়মনসিংহ বিভাগের সঙ্গে উত্তরবঙ্গসহ ২০ জেলার একমাত্র যোগাযোগব্যবস্থা। স্থানীয়রা জানান, মাঝে-মধ্যে ইট-বালু ফেলে গর্ত ভরাট করলেও তা স্থায়ী হচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয়দের। সড়ক বিভাগ বলছে, খুব দ্রুতই কালীবাড়ি বাজার অংশ ঢালাইসহ খানাখন্দের স্থানগুলো প্রশস্তকরণের মাধ্যমে উঁচু করা হবে।

জানা যায়, প্রতি বছরই সংস্কারের ছয় মাস না যেতেই  খানাখন্দের সৃষ্টি হওয়ায় উল্টে পড়ছে যানবাহন। আহত হচ্ছেন যাত্রীরা। ফলে দীর্ঘসময় যানজট লেগে থাকে ওইসব জায়গায়। এক মিনিটের জায়গা পারি দিতে সময় লাগছে ১০ মিনিট।  ঘোগা ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আহমেদ বলেন, ‘বেচুয়াখালী-কালীবাড়ি সড়ক বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন ও যাত্রীরা।

 

সর্বশেষ খবর