মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অছিকার রহমানকে (৬৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এই আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত অছিকার রহমান টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের সেকেন্দার সরদার ওরফে সেকেন সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান সরদার বিধবা জরিনা বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশে ২০০০ সালে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাৎ করার পর তার ভরণপোষণ বন্ধ করে দেয় অছিকার। ভরণপোষণের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেন। জরিনার হাতে পায়ে ধরে অছিকার এ মামলা থেকে ২০০৫ সালের ৪ জুন জামিনে বেরিয়ে আসেন। জামিনে বেরিয়ে এসে ৭ জুন গভীর রাতে জরিনা বেগমকে হত্যা করে পাশের হাজিরখালে লাশ ভাসিয়ে দেয় পাষ- স্বামী। পরের দিন সকালে হাজির খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই জরিনার ভাই মো. দাউদ সিকদার বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে এক আসামি মারা গেছেন। দীর্ঘ তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক সোহরাব হোসেন আট আসামির বিরুদ্ধে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

সর্বশেষ খবর