রাজবাড়ীর পাংশার চুরির অভিযোগে গণপিটুনিতে ফজল চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজল কুষ্টিয়ার খোকসা উপজেলার বারইপাড়া গ্রামের শহিদুল্লাহ চৌধুরীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মেঘনা গ্রামে সামছুলের বাড়িতে গিয়ে রাত ৯টার দিকে তিন-চারজন মিলে ইজিবাইকের ব্যাটারি চুরি করতে থাকে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পালানোর সময় ফজলকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণপিটুনিতে নিহত ফজলের স্ত্রী জানান, ‘রাতে ফজলের ফোনে একটি কল আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হন। পরে খবর পাই ফজলকে চুরির অভিযোগে মারপিট করা হয়েছে।’
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, তাকে হত্যা করা হয়েছে এটা সঠিক। এখনো এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার হয়নি।