শিরোনাম
বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

রাজবাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন

রাজবাড়ীতে পদ্মায় ভাঙন আগ্রাসী রূপ নিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে বিলীন হয়েছে ৬০০ বিঘার মতো ফসলি জমি। ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার শহররক্ষা বাঁধে। হুমকিতে রয়েছে বাড়িঘরসহ শত শত স্থাপনা। গতকাল দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয়। মাঝ পদ্মায় চর জেগেছে। ফলে নদীর পানি রাজবাড়ী অংশের শহররক্ষা বাঁধ ঘেঁষে প্রবাহিত হচ্ছে। নদীতে তীব্র স্রোত আর বালু তোলার ফলে মিজানপুর ইউনিয়নের তিন কিলোমিটারজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া শহরের লালগোলা এলাকায় রাজবাড়ী নদীতীর সংরক্ষণ কাজের ৮০ মিটার এলাকার ব্লক ধসে গিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, পদ্মা নদীর বেশিরভাগ অংশ অরক্ষিত। গত তিন দিন ধরে পদ্মায় ভাঙনের ভয়াবহ রূপ ধারণ করেছে। ভাঙনরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। দ্রুত ভাঙনরোধ সম্ভব না হলে অনেক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যাবে। ভাঙনের কারণ হিসাবে পদ্মা নদী থেকে বালু  তোলা ও মিজানপুর ইউনিয়নের ড্রেজিংকে দায়ী করছের স্থানীয়রা। কয়েকজন কৃষক বলেন, পদ্মা পাড়ে আমাদের কয়েক বিঘা করে জমি ছিল। কয়েকদিন আগে জমিতে টমেটো আর বেগুন চাষ করেছিলাম। গত রাতের ভাঙনে সব বিলীন হয়ে গেছে। আমাদের আর কোনো কৃষিজমি নেই। অরক্ষিত পদ্মা শাসনে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

সর্বশেষ খবর