বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দুই ইউপি সদস্যের দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে দুই ইউপি সদস্যের দ্বন্দ্বের জেরে শাকিব (১৮) নামে এক কিশোর খুন হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। শাকিব উপজেলার খরনা ইউনিয়নের বড়তিখুর গ্রামের আবদুর রহমানের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গত ৩০ অক্টোবর শাজাহানপুরের বীরগ্রাম এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। ৩১ অক্টোবর শাকিবের মা আছমা খাতুন উপজেলার খরনা ইউপি সদস্য জিয়াউর রহমানসহ ৭ জনের নামে মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, শাজাহানপুরের খরনা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা আকতার মুন্নি বীরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে রাস্তায় সিসি ঢালাই কাজের জন্য সরকারি বরাদ্দ পান। ওই কাজ নিয়ে নারী সদস্যের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমানের দ্বন্দ্ব চলছিল। গত ২৪ অক্টোবর প্রকল্পের কাজ শেষ হয়। কাজ শেষে বেঁচে যাওয়া বালু রাস্তার পাশে পড়েছিল। ওই দিন রাতেই কয়েকজন বালু চুরি করে। এ নিয়ে নারী ইউপি সদস্যের ছেলে মিনহাজ ও তার বন্ধু রাজমিস্ত্রি শাকিবের সঙ্গে জিয়াউর রহমান ও তার সহযোগী নয়নের তর্কবিতর্ক হয়। এর জেরে রবিবার রাতে শাকিবকে মারপিট ও ছুরিকাঘাত করে নয়নসহ কয়েকজন। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নারী ও পুরুষ ইউপি সদস্যের দ্বন্দ্বে শাকিব খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মারধর ও ছুরিকাঘাতের মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর