বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শতবর্ষী পাকুড় গাছ রক্ষা করতে চান স্থানীয়রা

পঞ্চগড় প্রতিনিধি

শতবর্ষী পাকুড় গাছ রক্ষা করতে চান স্থানীয়রা

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও শতবর্ষী একটি পাকুড় গাছ বাঁচাতে আন্দোলনে নেমেছে গ্রামের প্রকৃতিপ্রেমীরা। গ্রামটির নাম কাঁঠালতলী। এর একাংশ পড়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে। স্থানীয়রা বলছেন, কাঁঠালতলী বাজারটি গড়ে উঠেছে শতবর্ষী একটি পাকুড় গাছ কেন্দ্র করে। সম্প্রতি জেলা পরিষদ গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা জানান, রৌদ্র তাপে যুগ যুগ ধরে পথিকদের ছায়া দিয়ে আসছে গাছটি। এই গাছ ঘিরে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিও। গাছটি কাঁঠালতলী গ্রামের মানুষের আবেগের সঙ্গে মিশে গেছে। সম্প্রতি নীলফামারী জেলা পরিষদ থেকে ওই সড়কের গাছ কাটার নিলাম বিজ্ঞপ্তি হলে শতবর্ষী পাকুড় গাছটিও তালিকায় ফেলা হয়। সড়ক কিংবা কারো ক্ষতির কারণ না হলেও অকারণেই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গাছটিতে করাত বসানোর চেষ্টা চলছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা গাছটি রক্ষায় জেলা পরিষদের কর্মকর্তা, প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। রবিবার গাছটির নিচে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

 

সর্বশেষ খবর