খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউপির হাদুক পাড়া মাস্টার দোকান এলাকার বাসিন্দা সুকুমল ত্রিপুরার ছেলে দীপেন (১৯) গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র দীপেন ত্রিপুরা আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার পতাকা বাঁশে বেঁধে টাঙাতে গেলে অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির তারে লেগে যায়।
এতে আহত হন তিনি। দ্রুত খাগাড়ছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর থানার ওসি মো. আরিফ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।