রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে নীলফামারী যুবলীগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সাংগঠনিক গতি নেই জেলা যুবলীগের। উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। জেলা যুবলীগ নেতাদের সমম্বয়হীনতার ও ত্যাগীদের অবমূল্যায়ন করায় বিভক্ত হয়ে পড়েছে সংগঠনটি। হতাশায় ভুগছেন তৃণমূল নেতা-কর্মীরা। অভিমানে পেছনের সারিতে চলে যান পরীক্ষিত অনেকে। দলীয় সূত্র জানায়, জেলাসহ ছয় উপজেলায় যুবলীগের কোনো কমিটির মেয়াদ নেই। প্রায় প্রতিটি কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে ১০-১৩ বছর আগে। সাংগঠনিক বিরোধ ও ঝিমিয়ে পরা জেলা যুবলীগের কাউন্সিল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও জাতীয় নির্বাচনের আগে তা সম্ভব হচ্ছেনা।

তৃণমূলের নেতা-কর্মীরা দ্রুত কমিটি ভেঙে নতুন সম্মেলনের দাবি করেন। যুবলীগ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সুর্বণজয়ন্তির অনুষ্ঠানে যোগদান নিয়ে দলীয় কার্যালয়ে তীব্র বিরোধ দেখা দেয়। জেলার প্রথম সারির কয়েকজন নেতা উড়ালপথে ঢাকা গেলেও লক্করঝক্কর গাড়িতে যেতে হয় সাধারণ নেতা-কর্মীদের। শুধু তাই নয়, থাকা খাওয়া নিয়ে চরম অব্যবস্থাপনা কর্মীদের ভুগিয়েছে। এ নিয়ে ফেসবুকে ক্ষোভের ঝড় তুললেও নেতাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন বলেন, দ্রুত কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা উচিত।

 

 

সর্বশেষ খবর