রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ গুলি, আহত ২০

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে দাবি নেতাদের। আহতদের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পিরোজপুর সদর হাসপাতাল ও খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলে। গতকাল বিকালে নাজিরপুর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি একে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে এ হামলা ও পাল্টা হামলা হয়। পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খালেক জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত মানতে রাজি হয়নি তারা (মন্ত্রী সমর্থক)। এরপরই বাইরে তাদের লোকজন মিছিল শুরু করে। এক পর্যায় তারা হামলা চালায়। তাদের হামলায় ৭-৮ জন নেতা-কর্মী আহত হন। হামলার সময় তারা পিস্তল দিয়ে গুলি ছুড়েছে। এরপর পিরোজপুর থেকে নেতা-কর্মী নিয়ে যাওয়া সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর ছোট ভাই সিদ্দিকী নূরে আলম শাহীন জানান, সম্মেলনের মাঠে দুই পক্ষ মিছিল করছিল। এর মধ্যেই ওই পক্ষের একজন গুলি ও হামলা করে। হামলায় তাদের ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, নাজিরপুরে সম্মেলনে সামান্য হাতাহাতি হয়েছে। তবে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, নেতা-কর্মীদের নিয়ে আসা  প্লেকার্ডের সঙ্গে থাকা লাঠির আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর