রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় নতুন আলুর কেজি ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে উঠেছে নতুন আলু। নবান্ন্ন উপলক্ষে আগামজাতের এ আলু বাজারে অল্প পরিমাণ দেখা গেলেও দাম হাঁকা হচ্ছে আকাশ ছোঁয়া। বগুড়া শহরের ফতেহ আলী, রাজাবাজারে গতকাল নতুন আলু বিক্রি হয়েছে ৩০০ টাকা কেজি। আর নতুন ছোট আকারের আলুর প্রতি কেজি ২৫০ টাকা। জানা যায়, বগুড়া জেলায় প্রচুর আলু চাষ হয়। বেশি দামের আশায় আগামজাতের আলুর আবাদ করেন এখানকার চাষিরা। এ আলু বাজারে আগাম হিসেবেই বিক্রি হয়। প্রধান আলুর চাষবাদ কেবল শুরু হয়েছে। নবান্নে নতুন সবজি হিসেবে আলুর চাহিদা আছে। শিবগঞ্জের উথলি বাজারে নবান্ন উৎসবের মেলায়ও ৩০০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হয়েছে। শিবগঞ্জের নবান্নের বাজার করতে আসা মাখন চন্দ্র দেব জানান, পঞ্জিকা মতে পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন হয়। এ দিন নতুন শাকসবজি নতুন ফলমূল সবকিছু দিয়ে অনুষ্ঠান করতে হয়। দাম যত বেশি বা কম হোক শাকসবজি কিনতেই হবে। নতুন আলু কিনেছি ৩০০ টাকা কেজিতে। বগুড়া শহরের ফতেহ আলী বাজারে আলু বিক্রেতা হযরত আলী জানান, নবান্ন উপলক্ষে নতুন আলুর দাম বেড়েছে। নবান্ন শেষ হলে দামও কমবে। স্থানীয় চাষিরা বেশি দাম পেতে নবান্নে নতুন আলু বিক্রি করেন।

সর্বশেষ খবর