সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দিনাজপুর আওয়ামী লীগের কাউন্সিল

দিনাজপুর প্রতিনিধি

১০ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিল ঘিরে শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের রং-বেরংয়ের পোস্টার শোভা পাচ্ছে। নেতা-কর্মীর মধ্যে দেখা যাচ্ছে চাঙাভাব। শহর সেজেছে নতুন সাজে। বেলা ১১টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা কাউন্সিল উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি, প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি থাকার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা জানান, জেলা আওয়ামী লীগের কাউন্সিলে মোট ৪৭৭ জন কাউন্সিলর রয়েছেন। জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ভিত্তিক এ কাউন্সিলর নির্বাচন করা হয়। প্রতি ১০ হাজার জনসংখায় একজন কাউন্সিলর নির্বাচিত করা হয়। সব শেষ কাউন্সিল হয়েছে ২০১২ সালের ২৩ ডিসেম্বর।

সর্বশেষ খবর