কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ছিল গতকাল। নীল দলের বিদ্রোহী গ্রুপ ভোটগ্রহণে বাধা সৃষ্টি করে। শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নীল দলের সদস্য প্রফেসর আবু তাহের বলেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্র মোতাবেক তফসিল ঘোষণা করে। একটা পক্ষ নির্বাচন বানচাল করতে চান। বিদ্রোহী গ্রুপের তোফায়েল হোসেন মজুমদার জানান, নির্বাচন শিক্ষক লাউঞ্জে হচ্ছে না, এ তথ্য আমাদের আগে জানানো হয়নি।